বঙ্গবন্ধু মুক্তির সংগ্রামের ডাক দিয়েছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি : বীর বাহাদুর

NewsDetails_01

লামা উপজেলা আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির সংগ্রামের জন্য বাংলার মানুষকে উদ্বুদ্ধ করেছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের লামা উপজেলা আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক বিশাল আলোচনা সভায় এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানব ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডে সপরিবারে প্রাণ হারান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বিশাল অস্তিত্ব পড়ে আছে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জুঁড়ে, যার জন্ম না হলে স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড হিসেবে বাংলাদেশের জন্ম হতো না। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে নিয়ে সারা বিশ্বের মানুষ অহংকার করে বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সদস্য মোস্তফা জামাল,সদস্য ফাতেমা পারুল,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ জান্নাত রুমী, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসমাইল ,লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলাম, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন কোম্পানি,আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম,সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াছিন করিম,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন,যুগ্ম সাধারণ সম্পাদক আলী শরীফ শাহিন,জেলা শ্রমিকলীগের সভাপতি মুছা কোম্পানী,সাবেক যুবনেতা চৌধুরী প্রকাশ বড়–য়াসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আজিজনগর ইউনিয়নের ঈদুল আযাহা উপলক্ষে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জনসাধারণের মাঝে ভিজিএফ চাউল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন,কৃষকদের মাঝে কৃষি উপকরণ ২০১৭-১৮ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংষ্কার প্রকল্পের আওতায় সোলার বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন