ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে বান্দরবান বিএনপির স্মারকলিপি প্রদান

NewsDetails_01

বান্দরবান বিএনপির স্মারকলিপি প্রদান
ধানের ন্যায্য দাম নিশ্চিত এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপির ও অঙ্গসংগঠন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে জেলা প্রসাশক মো. দাউদুল ইসলাম কাছে এ স্মারকলিপি জমা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাকিবুর রহমান জুয়েল, বিএনপির নেতা চনুমং মারমা সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে,ধানের ন্যায্য মূল্য ও পাটকল শ্রমিকদের দাবি মেনে নিয়ে ন্যায্য মজুরি প্রদানের দাবিতে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপির অপর গ্রুপ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি, মুজিবুর রশিদ,আবুল কাসেম, মুছা সওদাগর সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, রােববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী এ কর্মসূচির ঘােষণা দিয়ে বলেন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশােধের দাবিতে আগামী মঙ্গলবার (২১ মে) বিএনপির উদ্যোগে দেশব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। এ ছাড়া বৃহস্পতিবার (২৩ মে) সারাদেশে ইউনিয়ন পর্যায়ের হাটবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানান রিজভী।

আরও পড়ুন