গণহত্যা দিবসে বান্দরবান আওয়ামীলীগের আলোচনা সভা

NewsDetails_01

বান্দরবান আওয়ামীলীগের আলোচনা সভা
বান্দরবানে গণহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় রাজার মাঠ থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফিলিপ ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি মোঃ হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সুশীল।
এসময় বক্তারা বলেন, ১৯৭১সালের ২৫ শে মার্চ পাক বাহিনীর নির্মম হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সরকার কাজ করে যাচ্ছে। এর অংশ হিসাবে গণহত্যা দিবস পালনের উদ্দ্যেগ নেওয়া হয়েছে, আমাদের আগামী প্রজন্মের কাছে এই নির্মমতার ইতিহাস তুলে ধরতে হবে।

আরও পড়ুন