নেতা হলে হবেনা, সু-নেতৃত্বদানের মন মানসিকতা থাকতে হবে : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের রাজার মাঠে শহর আওয়ামী লীগের কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
নেতা হলে হবেনা, সু-নেতৃত্ব দানের মন মানসিকতা থাকতে হবে। একজন নেতার সাথে তার কর্মীদের সর্ম্পক হতে হবে ভাই ও বোনের সম্পর্ক, সব সময় কর্মীদের খোঁজ খবর নিতে হবে। আজ শুক্রবার বিকালে বান্দরবানের রাজার মাঠে শহর আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ উন্নত থেকে উন্নতশীল দেশে পৌছাবে। যেদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল বাংলাদেশে তলা বিহীন ঝুঁড়ি আজ সেদেশের রাষ্ট্র প্রধান বলেন, উন্নয়ন কি শিখতে হলে বাংলাদেশে যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান। এটাই হলো নেতৃত্ব এটাই হলো সু-নেতৃত্ব।
তিনি আরো বলেন, শুধু মানুষ হলে চলবে না, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আর আমি যদি ভালো মানুষ হয়, তাহলে আমাকে ভালো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খিষ্টান হতে হবে, তাহলে আমাকে ভালো মানুষ বলবে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের সকল জনসাধারণের ভাগ্যের উন্নয়ন ঘটে।
পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি ক্য শৈ হ্লা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আব্দুর রহীম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, আওয়ামীলীগ নেতা উজ্জল কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তিংতিং ম্যা, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সালেহা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ বান্দরবান জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন