ধোকার রাজনীতি আওয়ামীলীগ করে না : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

শেখ হাসিনার সরকারের উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল । পার্বত্য জেলাগুলোর জেলা-উপজেলাগুলো আজ উন্নয়নের ছোয়ায় আলোকিত। শেখ হাসিনার সরকার জনগণকে যা কথা দেয় সেই অনুযায়ী কাজ করে। জনগণকে ধোকা দেওয়ার রাজনীতি আওয়ামীলীগ সরকার করে না।
শনিবার সকালে বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়ন ও ক্যামলং এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন কালে এসবকথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত সহ আরো অনেকে ।
এসময় ক্যামলংপাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ লক্ষ টাকা ব্যয়ে ক্যামলংপাড়া যুব ক্লাব সংলগ্ন ঝিড়ির উপর ফুট ব্রীজ সম্প্রসারণ ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার সিতামুডা পাড়া হতে নিচের পাড়া পর্যন্ত রাস্তা ও সাঙ্গু নদীতে নামার পাকা সিঁড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন । এছাড়াও ৯৫ লক্ষ টাকা ব্যয়ে সিতা মুডা পাড়া বৌদ্ধ বিহারের চেরাং ঘর নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন