নিখুঁত শেভের জন্য…

NewsDetails_01

59b944ef5ff2a4f40022a1a3cee5b577-57fcbed242878নিখুঁত শেভের জন্য জোরে রেজার চালানো মোটেই উচিত নয়। এতে ত্বক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। আবার তাড়াহুড়ো করে শেভ করতে গিয়ে গাল কেটে ফেলাও কোনও কাজের কথা নয়! নিখুঁত শেভের জন্য রয়েছে কিছু কৌশল। জেনে নিন সেগুলো কী কী-
মুখ ধুতে হবে ভালো করে : শেভ করার আগে মুখ ধুয়ে নিতে হবে ভালো করে। এক্ষেত্রে ফেসওয়াশ মুখে মেখে কুসুম গরম পানি ব্যবহার করলে ভালো ফল পাবেন।
তাড়াহুড়া নয় : শেভ করার সময় তাড়াহুড়া করবেন না। সকালে ঘুম থেকে উঠে অন্তত ১০ মিনিট পর ধীরে সুস্থে শেভ করুন।
বিরতি দিন : প্রতিদিনই শেভ করা ঠিক নয়। সপ্তাহে অন্তত একটি দিন শেভ না করে থাকা উচিত। এতে করে মুখের ত্বক স্বস্তি পাবে।
ক্রিম, জেল বা ফোম লাগান বৃত্তাকারে : মুখে ক্রিম, জেল বা ফোম যা লাগিয়েই শেভ করবেন, তা বৃত্তাকারে মাখুন।
উল্টো শেভ নয় : দাড়ি যে রকম আছে তার উল্টো দিকে শেভ করবেন না। এতে ত্বকে চুলকানি হতে পারে ও লোমকূপ নষ্ট হয়ে যেতে পারে।
অ্যালোভেরা ব্যবহার করুন : ঘন ঘন শেভ করলে ত্বকের উপর ধকল যায়। এক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
আফটার শেভ লোশন থেকে সাবধান : অ্যালকোহলের মাত্রা বেশি থাকায় আফটার শেভ লোশন ব্যবহার করলে ত্বকে চুলকানি বাড়তে পারে। এমনকি ত্বকে বলিরেখাও দেখা দিতে পারে। এর পরিবর্তে আফটার শেভ বাম অথবা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে চামড়া কোমল থাকবে। সূত্র : বাংলাট্রিবিউন

আরও পড়ুন