মাহফুজুর রহমানের গান চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

NewsDetails_01

প্রতিবছরের মতো এবারের ঈদুল ফিতরে ভক্তদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। ২০১৭ সালে তিনি ঈদুল আজহায় প্রথম গান নিয়ে হাজির হন।

ড. মাহফুজুর রহমানের কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারিত হওয়ার পরে তা ভাইরাল হয়। শুধু ভাইরালেই শেষ নয় গান প্রকাশিত হওয়ার পরে আলোচনা, সমালোচনা হয়েছিল। যা কিছুই ঘটুক না কেন নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল মাহফুজুর রহমান। সমালোচিত হয়ে গান ছেড়ে দেবেন বিষয়টি তার কাছে এমন নয়।

NewsDetails_03

তিনি দাবি করছেন, অনেকে সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা নাকি তার গানের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন। আসছে ঈদেও একক সংগীতানুষ্ঠানে দেখা মিলবে এটিএন বাংলায়।
এদিকে রাজশাহীতে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠান বিরতিহীন দেখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছেন ভক্তরা। মঙ্গলবার দুপুরে নগরীর আলুপট্টিতে এই মানবন্ধন আয়োজন করে মাহফুজুর রহমানের রাজশাহীর ভক্তবৃন্দ।

মানববন্ধনে ভক্তরা ড. মাহফুজুর রহমানকে গানের ভূবনে অলঙ্কার উল্লেখ করে সফল মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
জানা গেছে, এটিএন বাংলার প্রত্যাশা গত ঈদের মতো এবারো গান দিয়ে মাতিয়ে রাখবেন মাহফুজুর রহমান।

আরও পড়ুন