তিন পর্বে পাহাড়িদের নাচ-গান

NewsDetails_01

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবেশনায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ধারণ করা হয়েছে।পাহাড়ি নাচ গানের সমন্বয়ে ধারণকৃত অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘পাহাড়িয়া মন’। অনুষ্ঠানটিতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করেছেন।প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামঘরসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে।তিন পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে নাচে-গানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি ঐহিহ্যর দেখা মিলবে। পাহাড়, চা বাগান, লেক, ঝুলন্ত সেতুসহ একাধিক দৃষ্টিনন্দন জায়গায় অনুষ্ঠানের অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে।অনুষ্ঠানের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। তিন পর্বে সাজানো প্রতিটি পর্বই দর্শকদের নজর কাড়তে পারবে বলে প্রযোজক আশা প্রকাশ করেছেন।অনুষ্ঠানটি বিটিভি চট্রগ্রাম কেন্দ্রের ঈদের আয়োজনে দেখানো হবে।

আরও পড়ুন