মুক্তিযোদ্ধাদের বয়স ও সংজ্ঞা নির্ধারণে প্রজ্ঞাপন জারি

NewsDetails_01

%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে বয়স ন্যূনতম ১৩ বছরসহ প্রায় ১০টি শর্ত দিয়ে মুক্তিযোদ্ধাদের বয়স ও সংজ্ঞা নির্ধারণে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

NewsDetails_03

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মুক্তিযুদ্ধকালে ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন, বিদেশে অবস্থান করে মুক্তিযুদ্ধের সরকারের পক্ষে বিশেষ অবদান রেখেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন।

এছাড়া মুজিবনগর সরকারের অধীনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, নির্যাতিত নারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কলা-কুশলী ও ফুটবল দলের খেলোয়াড়রা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। সাথে সাথে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেয়ার সাথে সংশ্লিষ্টরাও স্বীকৃতি পাবেন বলেও উল্লেখ করা হয় ঐ প্রজ্ঞাপনে।

আরও পড়ুন