স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেনি খাগড়াছড়ি বিএনপি !

NewsDetails_01

খাগড়াছড়ি বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
মহান স্বাধীনতা দিবসে শহীদদের কিংবা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেনি খাগড়াছড়ি জেলা বিএনপি। নিরাপত্তাহীনতা ও প্রশাসনের অসহযোগীতার অভিযোগ তুলে রোববার বেলা পৌনে ১১টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অবস্থান নেয়া নেতাকর্মীরা চলে যেতে থাকে। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে দলীয় কার্যালয়ে আসতে শুরু করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপি’র গণমাধ্যম সমন্বয়কারীসহ একাধিক নেতার সাথে মুঠোফোনে এ ব্যাপারে কথা বলতে চাইলে জবাবে সাংবাদিকদের ধৈর্য্য ধরতে বলেন। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমরা বিস্তারিত জানাবো।
পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক ধাপে রাজনৈতিক দলগুলোকে বের হতে অনুমতি দেয়া হয়েছে। বিএনপি বের হতে না চাইলে এতে তাদের বিষয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিজয় দিবসে বিএনপি’র কর্মসূচীর ওপর অতর্কিত হামলা চালায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীরা।

আরও পড়ুন