সংরক্ষিত নারী এমপির বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

NewsDetails_01

খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন
বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রামের অংশীজনদের জড়িয়ে একাদশ জাতীয় সংসর অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের নারী এমপির বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি বাঙালী সংগঠন।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙালী ছাত্র পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাঈন উদ্দিন।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দাড়িঁয়ে সেনাবাহিনী ও বাঙালী জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ উত্থাপন করেছে তা মিথ্যা, ভিত্তিহীন ও পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের অংশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করে এমপি বাসন্তী চাকমা শপথের লঙ্ঘন করায় অবিলম্বে ক্ষমা প্রার্থনা ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করলে পার্বত্য চট্টগ্রামে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

আরও পড়ুন