শান্তির ধারা অব্যাহত রাখতে হবে : লে.কর্ণেল জিল্লুর রহমান পিএসসি,জি

NewsDetails_01

মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা
মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: জিল্লুর রহমান পিএসসি, জি বলেছেন, শান্তির এ ধারা অব্যাহত রাখতে হবে। মাটিরাঙ্গার সাম্প্রায়িক সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

শনিবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের নবাগত জোন কমান্ডারকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: জিল্লুর রহমান পিএসসি, জি বলেন, মাটিরাঙ্গার মানুষ বরাবরই আন্তরিকতাপূর্ন, অতীতে যারা চাকুরীরর সুবাধে মাটিরাঙ্গা এসেছেন মাটিরাঙ্গার মানুষের আন্তরিক আতিথেয়তায় তারা মুগ্ধ হয়েছেন। মাটিরাঙ্গার সাথে তাদের হৃদয়ের সম্পর্ক তৈরী হয়েছে।

NewsDetails_03

মাটিরাঙ্গা জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি, জি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, অপারেশন উত্তোরণের আওতায় পাহাড়ে কাজ করছে সেনাবাহিনী। মাটিরাঙ্গাকে শান্তি আর সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদে পরিনত করতে সম্ভব সবকিছু করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: শামছুল হক, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনছুর আলী, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: জোবায়েরুল হক, সাবেক উপজো চেয়ারম্যান মো: আবুল হোসেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় মেজর রাহাত আহমেদসহ সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা ছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কারবারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন