মানিকছড়িতে মৎস্য পোনা বিতরণ

NewsDetails_01

মানিকছড়িতে মৎস্য পোনা বিতরণ
মৎস্য অধিদপ্তর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও মৎস্য চাষীর মাঝে মাছের পোনা বিতরণ করেছে। আজ মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস(অ.দা) এর উপস্থিতিতে মৎস্য পোনা বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ, জেলা মৎস্য কর্মকর্তা আবুল খায়ের মো.মোখলেছুর রহমান, মাটি রাংগা উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি উদ্রাচাই মারমা, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি মিলন কুমার চাকমা উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৫০টি প্রতিষ্ঠান ও সমিতির মাঝে ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা করা হয়।
উল্লেখ্য“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে গত ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-১৮ উপলক্ষে দেশের অন্যান্য স্থানের ন্যায় মানিকছড়িতে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছিল।

আরও পড়ুন