মানিকছড়িতে ‘দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’ এর বর্ষপূর্তিতে নানা আয়োজন

NewsDetails_01

মানিকছড়িতে ‘দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’ এর বর্ষপূর্তিতে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সু-প্রতিষ্ঠিত‘দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এর ৩য় বর্ষপূতি ও বার্ষিক সাধারণ সাধারণ সভা উপলক্ষে ৯ মার্চ নানা আয়োজনে দিনটি পালন করেছে সদস্যরা।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার গচ্ছাবিলস্থ মাস্টার পাড়া এলাকার ১৩ সদস্য নিয়ে গঠিত হয়‘ দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’। যা বর্তমানে পুরো উপজেলায় বিস্তৃত এবং সদস্য সংখ্যা ৩৫৮জন। বর্তমানে মূলধন (সঞ্চয়) প্রায় ৮ লক্ষাধিক টাকা। আজ শুক্রবার ছিল সংগঠনের ৩য় বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা। ফলে জমকালো আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছিল নানা আয়োজন।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থোয়াইহ্লা প্রু মারমা,সভাপতি,দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.,প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. চট্টগ্রাম এর জেলা ব্যবস্থাপক ছাজেনঅং, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ প্রমূখ।
সভায় প্রধান অতিথি অল্প সময়ে সংস্থার অগ্রগতি দেখে নিজস্ব জায়গায় একটি অফিস ঘর নির্মাণের ব্যবস্থা এবং নগদ ১ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। বিকালে মারমা তরুণীদের সমন্বয়ে অনুষ্টিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

আরও পড়ুন