ভূমি জোনিং কারো ভূমি বিরোধ নিষ্পত্তি করবে না : যুগ্ম সচিব শওকত আকবর

NewsDetails_01

21-11-2016_bhumi-joning-news-picজাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো: শওকত আকবর বলেছেন, পাহাড়ে ভূমি জোনিং ভূমির অবস্থান নির্ণয় করবে, কারো ভূমির সীমানা নির্ধারণ বা বিরোধ নিষ্পত্তি করবেনা।
সোমবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাইকরণ কর্মশালায় তিনি আরো বলেন, সেদিন খুব বেশী দূরে নয় যেদিন অপরিকল্পিত সব আবাসন ভেঙ্গে ফেলতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্যই দেশের প্রতি ইঞ্চি ভূমি পরিকল্পিতভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও মতপ্রকাশ করেন তিনি।
কর্মশালায় উপজেলা ভূমি জোনিং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান এর সভাপতিত্বে উপজেলা ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাইকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. গোফরান ফারুকী, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো প্রমুখ।

আরও পড়ুন