ভারী বর্ষণে বিপর্যস্ত খাগড়াছড়ি

NewsDetails_01

খাগড়াছড়িতে ভারী বর্ষণ
বৈশাখের ভারী বর্ষণে বিপর্যস্ত পাহাড়ী জনপদ খাগড়াছড়ি। আজ সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দুপুরের পরে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে ভোগান্তিতে পড়ে জরুরী কাজে বের হওয়া লোকজন। ঝড়ের প্রভাবে খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর ও আশপাশের সড়কগুলো ছিল জনমাবন শুন্য।
সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও ঝড়ের কারণে অফিস পাড়ায় তেমন ভিড় ছিল না। টানা বন্ধে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকরা বৃষ্টিতে বিপাকে পড়েছেন। ভারী বর্ষণের পাশাপাশি ঝড়ো হাওয়া থাকায় সকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, ফলে নগরজীবনে এর ব্যাপক প্রভাব পড়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা থাকলেও এখনও পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে আনতে প্রশাসনের কোন উদ্যোগ চোখে পড়েনি।

আরও পড়ুন