গুইমারার তিন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের শপথ

NewsDetails_01

গুইমারার তিন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের শপথ
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ নিয়েছেন। রোববার দুপুরে গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান তিন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর ররহমান ২৭ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহনকারী চেয়ারম্যানরা হলেন, গুইমারা ইউনিয়ন পরিষদের মেমং মার্মা (আ.লীগ), হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাথোয়াই চৌধুরী (আ. লীগ) ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদে রেদাক মার্মা (স্বতন্ত্র)।

NewsDetails_03

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, সরকারী অর্থের সদ্বব্যবহার করতে হবে, জনগনের প্রত্যাশা পুরনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে গুইমারা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবায়েরুল হক, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর রহমান।

আরও পড়ুন