খাগড়াছড়িতে ৭ই মার্চের ভাষণের বিভিন্ন দিকের উপর প্রতিযোগীতা

NewsDetails_01

খাগড়াছড়িতে ৭ই মার্চের ভাষণের বিভিন্ন দিক নিয়ে প্রতিযোগীতা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খাগড়াছড়ি জেলা প্রশাসন দুইদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির প্রথমদিন শুক্রবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ই মার্চের উপর রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রণ করেছে।কর্মসূচির দ্বিতীয়দিন শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভা ও প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুন