খাগড়াছড়িতে সমাজসেবক হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

NewsDetails_01

খাগড়াছড়িতে গত সোমবার দুপুরে দূর্বৃত্তের গুলিতে খুন হওয়া সমাজসেবক সূর্য বিকাশ চাকমার হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ফায়ার সার্ভিস এলাকায় খাগড়াছড়ি প্রতিবাদী জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমাজসেবক সহদেব চাকমা ও প্রিয়াঙ্কা চাকমা বক্তব্য রাখেন। বক্তারা, দিনে দুপুরে শহর এলাকায় একজন সমাজসেবককে গুলি করে হত্যা করা মধ্য দিয়ে প্রমাণিত হয় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। অবিলম্বে সূর্য বিকাশ চাকমার হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

আরও পড়ুন