খাগড়াছড়িতে ভুয়া সেনা কর্মকর্তা আটক

NewsDetails_01

খাগড়াছড়িতে ভুয়া
সেনা কর্মকর্তা প্রকাশ চাকমা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম প্রকাশ চাকমা। সে রাঙামাটির বাঘাইহাট উলুছড়ি গ্রামের অরুণ চাকমার ছেলে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সদর থানার ভাইবোনছড়া এলাকায় ঘুরাফেরার সময় টহল পুলিশ তার পরিচয় চানতে চাইলে সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং সেনাবাহিনীর পরিচয় পত্র ও অন্যান্য ছবি দেখায়। এতে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে স্থানীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে সেনাবাহিনী সে ভুয়া দাবি করে থানায় হস্তান্তর করে। ভুয়া তথ্য প্রদান ও কেন রাষ্ট্রীয় বাহিনীর নাম জালিয়াতি করেছে এ বিষয়ে জানতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড শুনানি না করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মুজাহিদুল ইসলাম জানান, আটককৃত যুবক ভুয়া ও প্রতারক,কেন সে সেনাবাহিনীর নাম ব্যবহার করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

আরও পড়ুন