খাগড়াছড়িতে ঝর্ণায় পড়ে ছাত্রের মৃত্যু

NewsDetails_01

khagracharimapখাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলার রিছাং ঝর্ণায় পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মনসুর আহমেদ। সে খাগড়াছড়ি সদরের শালবাগান এলাকার মো. মনির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিছাং ঝর্ণায় গোসল করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেলে পানিতে ডুবে মনসুরের মৃত্যু হয়। প্রথমে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার মরদেহ ঝর্ণায় ভেসে ওঠে। মনসুর স্থানীয় নতুন কুঁড়ি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মনসুর ঝর্ণায় গোসল করতে গিয়ে পা পিছলে ঝর্ণায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এর আধা ঘণ্টা পর তার মরদেহ ঝর্ণায় ভেসে ওঠে।
এদিকে এ ঘটনায় রিছাং ঝর্ণা এলাকায় বেড়াতে আসা পর্যটক, মনসুরের নিজ গ্রাম ও নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন