খাগড়াছড়িতে চলছে রাস মহোৎসব

NewsDetails_01

খাগড়াছড়ির রাস মহোৎসবে দর্শনার্থীদের ঢল
খাগড়াছড়ির রাস মহোৎসবে দর্শনার্থীদের ঢল
বিশ্বমানবতার কল্যাণ, জীবের দু:খ থেকে মুক্তি ও শান্তি কামনায় পার্বত্য খাগড়াছড়িতে চলছে ৪দিন ব্যাপী রাস মহোৎসব ও রাস লীলা প্রদর্শনী। খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষী নারায় মন্দির, মহালছড়ির কেন্দ্রীয় দক্ষিনা কালী মন্দিরে এবং দীঘিনালার কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দিরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাস উৎসব পালিত হচ্ছে।

NewsDetails_03

এর আগে ১২ নভেম্বর শুভ গঙ্গা আবাহন ও রাসপূজার অধিবাসের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়। ধাপে ধাপে চলছে পঞ্চতত্ত¡ পূজা, ভোগ রাগ, আরতি, কীর্ত্তণ। উৎসবকে ঘিরে মন্দিরগুলো পূর্ণার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে, পাশাপাশি চলছে মহাপ্রসাদ বিতরণ। উৎসবে ভগবান শ্রী কৃষ্ণের যুগে যুগে আবির্ভাব হওয়া নানা রুপের লীলা প্রদর্শিত হচ্ছে। মঙ্গলবার ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে রাস উৎসব শেষ হবে।
অন্যদিকে মহালছড়িতে বুধবার সকালে শেষ হবে এই ধর্মীয় উৎসব। এদিকে রাস উৎসবকে ঘিরে খাগড়াছড়ি লক্ষী নারায়ন মন্দির ঘিরে বিশাল মেলা বসেছে, মেলায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানা পসরা নিয়ে এসেছেন।

আরও পড়ুন