খাগড়াছড়িতে কাল থেকে শুরু হচ্ছে ৭ ইভেন্টের খেলাধুলা

NewsDetails_01

খাগড়াছড়িতে বাংলাদেশ যুব গেমস শুরু উপলক্ষে শোভাযাত্রা
খাগড়াছড়িতে বাংলাদেশ যুব গেমস শুরু উপলক্ষে শোভাযাত্রা ও সংবাদ সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা। রোববার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) চাহেল তস্ত্ররী। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করে শাপলা চত্বর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে খাগড়াছড়িতে অনুষ্ঠিতব্য যুব গেমসের বিভিন্ন ইভেন্ট সর্ম্পকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামীকাল ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে ফুটবল, ভলিবল, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা ও কারাতে ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে জেলার ৯ উপজেলার ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করছে।

আরও পড়ুন