খাগড়াছড়িতে অনুপ্রবেশকারী ২৪ রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে প্রেরণ

NewsDetails_01

খাগড়াছড়িতে অনুপ্রবেশকারী ২৪ রোহিঙ্গা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নারী ও শিশুসহ অনুপ্রবেশকারী ২৪ রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় মানিকছড়ি উপজেলার পাঞ্জারাম পাড়া ও জিয়া নগর গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ পাহারায় কক্সাবাজারের শরণার্থী ক্যাম্পে প্রেরণ করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, সম্প্রতি সময়ের মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। খাগড়াছড়ির মানিকছড়িতে আগে থেকে বসবাসকারী রোহিঙ্গা জাবেদ হোসেনের সাথে যোগাযোগ করে তার বাড়ি ও পাশের আরেক বাড়িতে আশ্রয় নেয়। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জাবেদ হোসেনের আত্মীয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মাঈন উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঞ্জারাম পাড়া ও জিয়ানগর গুচ্ছগ্রাম থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন শিশু, ৪ জন নারী ও ১জন পুরুষ। জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলেই পুলিশ পাহারায় তাদের কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে।

আরও পড়ুন