সরকার ২৬ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় এনেছে : কংজরী চৌধুরী

NewsDetails_01

মানিকছড়িতে স্কুল ভবন উদ্বোধন করছেন কংজরী চৌধুরী
খাগড়াছড়ির মানিকছড়ির ‘গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার জনগণের ভবিষৎ নিয়ে ভাবে। তাই সরকার একযোগে ২৬ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় এনেছেন। চলতি বছরেই আরও কিছু শিক্ষককে জাতীয়করণে সরকার আন্তরিক। শিক্ষকদের জাতীয়করণের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা সরকারকে বিজয়ী করা প্রয়োজন।
১৫ মার্চ বিকাল ৪টায় গবামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে, প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এর স্বাগত বক্তব্যে এবং যুবলীগ নেতা সামায়উন ফরাজীর সঞ্চলনায় অনুষ্টিত ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রুবাইয়া আফরোজ, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মো. এনায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সভাপতি প্রেস ক্লাব মো. মাঈন উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন প্রমুখ।
সভা শুরুর আগে সকল অতিথিদের উপস্থিতিতে প্রধান অতিথি ফিতা কেটে ভবন উদ্বোধন করেন। উল্লেখ্য যে, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশলী (এজিইডি’র) মাধ্যমে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করেন সরকার। এটি ১৯৯৬ সালে প্রতিষ্টিত এবং এ সরকারের আমলে জাতীয়করণ ভুক্ত প্রতিষ্ঠান।

আরও পড়ুন