সরকারি হচ্ছে গুঁইমারা উচ্চ বিদ্যালয় ও কাঁচালং মডেল উচ্চ বিদ্যালয়

NewsDetails_01

সারাদেশে ৬০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হচ্ছে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুলগুলোর সরকারিকরণের ব্যাপারে তার নীতিগত সিদ্ধান্ত জানান। শিগগিরই এ ৬০টি স্কুলের সরকারি করণের আদেশ (জিও) জারি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এই সরকারিকরণের তালিকায় আছে পার্বত্য জেলার ২টি স্কুল। রাঙামাটি উপজেলার বাঘাইছড়ি উপজেলার কাঁচালং মডেল উচ্চ বিদ্যালয় ও অপর পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার গুঁইমারা উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করা হচ্ছে। দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩৬৩টি হাই স্কুল জাতীয়করণের ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন