সজীব হত্যাকারীদের শাস্তি ও আর্থিক অনুদান চেয়ে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

NewsDetails_01

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
রাঙামাটির বেতছড়িতে গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে নিহত মাইক্রো চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানের দাবিতে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে গত ৪ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত মাইক্রো চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানসহ পার্বত্য চট্টগ্রামে চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফিসহ খাগড়াছড়ি রেন্ট এ কার সমিতি ও পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন