মাটিরাঙায় ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবিতে মানববন্ধন

NewsDetails_01

মাটিরাঙায় ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ির মাটিরাঙায় ফায়ার সার্ভিস স্টেশনের সেবা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাটিরাঙাবাসী। সোমবার বেলা ২টায় উপজেলা পরিষদের সামনে মাটিরাঙা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

NewsDetails_03

মাটিরাঙা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কাউন্সিলর আবুল হাসেম ভূইয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমতলী ইউপি চেয়ারম্যান আব্দুল গণি, পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম সোহাগ ও মুক্তিযোদ্ধা মনছুর আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দুই বছর আগে মাটিরাঙা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণ হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল পদায়ন না করায় সেবা বঞ্চিত মাটিরাঙাবাসী। এতে করে প্রতিবছর কোটি কোটি ক্ষয়ক্ষতি হচ্ছে। অচিরেই ফায়ার সার্ভিস সেবা চালু করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
উল্লেখ্য, রোববার রাতে মাটিরাঙা বাজারে অগ্নিকাণ্ডে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন