অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান
রোববার বেলা ১২টার সময় মাটিরাঙ্গার তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলী আকবর এর সভাপতিত্বে বিদায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হক।
অনুষ্ঠানে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল কাদের, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, অভিভাবক মো: আবুল কাশেম, ইউপি সদস্য মাওলানা আবদুল করিম, টিকে হাই স্কুলের সহকারী শিক্ষক লিটন কান্তি দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
পরে তিনি বিদ্যালয়ের ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রেরিত শুভেচ্ছা পত্র ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তবলছড়ি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: সাইফুল ইসলাম নিজামী।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB