জাতীয় করণ হলো রাঙামাটি ও খাগড়াছড়ির ৩ স্কুল

NewsDetails_01

ছবি : শিক্ষা মন্ত্রণালয় লগো
জাতীয় করণ করা হয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির তিনটি স্কুলসহ মোট ১৩টি বেসরকারি হাইস্কুলকে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
পার্বত্য জেলার সরকারি হওয়া স্কুলগুলো হলো, রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়, বরকল উপজেলার বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা মডেল হাইস্কুল। জাতীয়কৃত স্কুলের কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২৫টি বেসরকারি হাইস্কুলকে সরকারি করা হয়। এছাড়া গত ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৬ সেপ্টেম্বর একটি, গত ১৪ মে ৪৪টি, ২৮ আগস্ট ১২টি, ৭ মে ১২টি, ২১ মে ২৪টি এবং ১১ এপ্রিল ২১টি বেসরকারি হাইস্কুলকে সরকারি করা হয়েছে।

আরও পড়ুন