ছাত্রলীগকে দেশ পরিচালনার গুরুদায়িত্ব নিতে হবে

NewsDetails_01

মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রথম বর্ষের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কাউন্সিল অধিবেশনে অতিথিরা
মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রথম বর্ষের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কাউন্সিল অধিবেশনে অতিথিরা
ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ছাত্রলীগ মেধাবী নেতৃত্ব তৈরীর এক প্রাচীন প্রতিষ্ঠান। আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এর প্রসঙ্গ টেনে তারা বলেন, ছাত্রলীগের হাত ধরে আজ অনেকেই দেশ পরিচালনার পাশাপাশি আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্বে জায়গা করে নিয়েছে। ছাত্রলীগকেই দেশ পরিচালনার গুরুদায়িত্ব নিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, এজন্য নিজেকে আগামী দিনের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রথম বর্ষের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কাউন্সিল অধিবেশনে বক্তারা উপরোক্ত কথা বলেন।

NewsDetails_03

মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো: সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা। মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুন অর রশীদ ফরাজি, সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জুয়েল চাকমা, সদস্য মো: কামরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক মো: ওসমান গণি প্রমুখ বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আবদুল মান্নান উদ্বোধনী বক্তব্য রাখেন।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আবদুল আলীম বাদশা-কে সভাপতি, সৈকত মাহমুদ-কে সাধারন সম্পাদক ও মো: শাহিন আলম ও নেছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রথম বর্ষের কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন