খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত

NewsDetails_01

 মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস এর শোভাযাত্রা
মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস এর শোভাযাত্রা
নানা আয়োজনের মধ্যদিয়ে যুব র‌্যালি, যুব সমাবেশ ও প্রশিক্ষণ সনদ প্রদানের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। যুব রেডক্রিসেন্ট সোসাইটি ও হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাবসহ বিভিন্ন যুব সংগঠনের অংশগ্রহণে ‘আত্মকর্মী যুবশক্তি, টেকশই উন্নয়নের মুলভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবুল আমিন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রায়হানুল হারুন, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন, যুব রেডক্রিসেন্ট সোসাইটির ফরিদ আহম্মদ ও হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মো: আবু নাঈম মো: রবিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেখ মো: আশরাফ উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

NewsDetails_03

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবুল আমিন বলেন, আমরা সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদে নাম লেখাবোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ মুক্ত করবো।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান যুব সমাজের নেতৃত্বে আমাদের অর্জন অনেক। আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে যুব সমাজের ভ‚মিকা কোন অংশে কম ছিলনা। তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে যুবকদের প্রতি আহবান জানান।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবুল আমিন সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় ৪০জন যুব মহিলার হাতে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মুক্তমুঞ্চে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবুল আমিন।

আরও পড়ুন