খাগড়াছড়িতে সোমবার হরতাল, ৩দিন অবরোধ

NewsDetails_01

খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতরে আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা লঙ্ঘন করে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। রোববার সকাল থেকে সদর উপজেলা পরিষদ এলাকায় জড়ো হয়ে বেলা সাড়ে ১০টায় প্রতিবাদ সমাবেশ করে (আগামীকাল) সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন জেলা সদরে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। প্রতিবাদ সমাবেশে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বক্তব্য রাখেন। এসময় পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিটির সদস্য সর্বোত্তম চাকমা, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক দিদারুল আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। কেউ যদি তা লঙ্ঘন করে তাকে তাহলে পুলিশ তার ব্যবস্থা নিবে। অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ অনুসরণ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনপ্রতিনিধিরা শপথ ভঙ্গ করেছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন