খাগড়াছড়িতে মৌন শোভাযাত্রায় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ

NewsDetails_01

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে মৌন শোভাযাত্রা
খাগড়াছড়িতে ফুলেল শ্রদ্ধা, মৌন শোভাযাত্রা আর আলোচনা সভার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। দিনের শুরুতেই বুধবার সকালের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এক মৌন শোভাযাত্রা জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পার্ঘ অর্পণ করে।

ভারত প্রত্যাগত ও আভ্যন্তরীন শরণার্থী পূর্নবাসন টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।

NewsDetails_03

এর পরপরই খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ‘র জৈষ্ঠ্য সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা‘র নেতৃত্বে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শোকাবহ শোভাযাত্রায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ‘র সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শানে আলমসহ আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

একই সময়ে শোকাবহ আয়োজনের মধ্য দিয়ে জেলার গুইমারা, মানিকছড়ি, রামগড়সহ বিভিন্ন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়।

আরও পড়ুন