খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নির্বাচন স্থগিত রাখার দাবি

NewsDetails_01

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজিত আলোচনা সভা
প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই না হওয়ার পূর্বে খাগড়াছড়ি জেলা সন্তান কমান্ডের নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছে জেলার মুক্তিযোদ্ধা সন্তানদের একাংশ। শুক্রবার দুপুরে শহরের মাহাজন পাড়ার একটি কনভেনশন সেন্টারে মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানায়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সন্তান কমান্ডের সভাপতি মো: হারুন মিয়া, সাধারণ সম্পাদক লিটন কুমার ঘোষ ও রামগড় উপজেলা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিমুদ্দীন।
বক্তারা অভিযোগ করেন, সারাদেশে চলমান মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়িতে স্থগিত থাকলেও মুক্তিযোদ্ধ সংসদের নেতাদের একটি অংশ খাগড়াছড়ি জেলা সন্তান কমান্ডের মেয়াদোর্ত্তীণ কমিটির নির্বাচন সম্পন্ন করার পাঁয়তারা করছে। জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় জেলা সন্তান কমান্ডের নির্বাচন কোন ভাবেই সুষ্ঠ হবে না বলেও সভায় অভিযোগ করা হয়। বক্তারা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই হওয়ার পরই জেলা সন্তান কমান্ডের নির্বাচন প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

আরও পড়ুন