খাগড়াছড়িতে বৃক্ষরোপণ মেলা ও ফল প্রদর্শনী শুরু

NewsDetails_01

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ মেলা ও ফল প্রদর্শনী শুরু
“বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে” স্লোগানে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং ফল প্রদর্শনী। বুধবার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর আগে একই স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উদ্বোধন শেষে টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোমিনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক তরুণ ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।
কৃষি সম্প্রসারণ বিভাগ, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, বন বিভাগ, বিভিন্ন এনজিও ও নার্সারীসহ ১৪ স্টল অংশগ্রহণ করেছে, মেলা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন