খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

NewsDetails_01

খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি
“নারী ও ডায়াবেটিস: সুন্দর আগামীর অধিকার” স্লোগানে নানা আয়োজনে খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ডায়াবেটিক সমিতির আয়োজনে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি ডায়াবেটিস সমিতির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন ও সিভিল সার্জন ডা: শওকত হোসেন প্রমুখ।
নিয়ম মাফিক জীবন যাপন করলে ডায়াবেটিস রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব দাবি করে বক্তারা শারীরিক ব্যায়াম ও খেলাধূলার প্রতি সকলকে জোর দেয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন