খাগড়াছড়িতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস

NewsDetails_01

“শক্তিশালী গণতন্ত্রের জন্য প্রয়োজন স্বাধীন গণমাধ্যম” স্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম বক্তৃতা করেন।
বক্তারা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডসহ বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যাকান্ড ও নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি তহবিল গঠনের দাবি রাখেন। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার আহবান জানান।

আরও পড়ুন