খাগড়াছড়িতে বিএনপি নেতা ইরাদ আহমেদের বিরুদ্ধে মামলা

NewsDetails_01

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যাঙ্গ করার অভিযোগে খাগড়াছড়িতেও বিএনপি নেতা ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল নোমানের আদালতে মামলাটি দায়ের করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতা মো: শানে আলম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিএনপি নেতা চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেইসবুকের বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্নসহ ব্যাঙ্গ করেছেন। একই সাথে বাংলাদেশের জাতীয় পতাকা ভারতের পতাকার রেফারেন্ডাম বলে জাতীয় পতাকার অবমাননা করেছেন। তাই দন্ডবিধির ১২৪(খ), ৫০৫(২)(৪) ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন