খাগড়াছড়িতে নিউজিল্যান্ড নারী কল্যান সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

NewsDetails_01

খাগড়াছড়িতে নিউজিল্যান্ড নারী কল্যান সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খাগড়াছড়িতে নিউজিল্যান্ড নারী কল্যান সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে সমিতির সদস্য সুমিতা চাকমার সঞ্চালনায়, সমিতির সভানেত্রী লেকি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এড.আশুতোষ চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলোৎপল চাকমা, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার প্রীতি কুসুম চাকমা,পানছড়ি কলেজের সিনিয়র প্রভাষক সুজিত চাকমা, সমিতির উপদেষ্টা বিমল কান্তি চাকমা, সমিতির সদস্য আপনা চাকমা, সিনিয়র সাংবাদিক আবু দাউদ ও সাংবাদিক রূপায়ন তালুকদারসহ সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন নিউল্যান্ড নারী কল্যান সমিতির কারিগরি দক্ষতা উন্নয়নের উদ্যোগ ও সম্মিলিত কর্ম পরিকল্পনা প্রশংসনীয়। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে।
দেশে সব উন্নয়ন মূলক কাজ করা একার পক্ষে সম্ভব নয়, তাই দেশের উন্নয়নের জন্য সকলে এক সাথে কাজ করা উচিত। এই জন্য তিনি খাগড়াছড়ি নিউজিল্যান্ড নারী কল্যান সমিতির এ উদ্যোগকে স্বাগত জানান এবং সমিতির উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরো বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার, এই উন্নয়নের ধারাকে ধারাকে অব্যহত রাখার জন্য তিনি সামনে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহব্বন জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সমিতির পরিচালিত দোকান পরিদর্শন করেন। প্রধান অতিথি এর আগে খাগড়াছড়ি নিউজিল্যান্ড রাধা-মন ধনপুদি আত্ম সামাজিক উন্নয়ন সমিতি কমিউনিটি স্টোরের উদ্ভোধন করেন।

আরও পড়ুন