প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মঙ্গলবার দুপুরের দিকে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. মজিদ আলী, পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা ও পৌরসভার মেয়র মো: রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। সরকারী-বেসরকারী ৪২টি স্টল নিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রতিদিন থাকবে ডিজিটাল চলচিত্র প্রদর্শনী, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৯ জানুয়ারী পর্যন্ত এই মেলা শেষ হবে ।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB