খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন

NewsDetails_01

খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ
খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ
খাগড়াছড়িতে শেষ হয়েছে টেলিভিশন সাংবাদিকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রোববার বিকেলে খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে তথ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত টেলিভিশন সাংবাদিকদের তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) পরিচালক সুফী জাকির হোসেন।

নিমকো’র সহকারী পরিচালক মো: মাসুদ মনোয়ার ভূইয়া, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ূয়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নুরুল আজম প্রমুখ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

NewsDetails_03

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু তাহের মুহাম্মদ‘র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী সাংবাদিকরাও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্যামেরা পরিচালনা, ফুটেজ ধারণের নিয়ম এবং প্রতিবেদন তৈরির কলা কৌশল সর্ম্পকে ধারনা প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবারে শুরু হওয়া এ কর্মশালায় বিভিন্ন টেলিভিশনে কর্মরত খাগড়াছড়ির ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন