খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে : নিহত ৩,আহত ২০

NewsDetails_01

road_accedentখাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে স্কুলছাত্রীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে জেলার মানিকছড়ির সুদুরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মানিকছড়ির ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কমলাপতি ত্রিপুরা (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, নেপচুন চা-বাগানের শ্রমিক ফুলমালা ত্রিপুরা,পুলিন্দ্র ত্রিপুরা, অমলচন্দ্র ত্রিপুরা, চন্দ্রারাণী ত্রিপুরা, সুরু কুমার ত্রিপুরা, খিরন্দ্রী ত্রিপুরা, কুলিন্দা ত্রিপুরা, মালা ত্রিপুরা, শান্তু ত্রিপুরা, শোভারাণী ত্রিপুরা, কিরণমালা ত্রিপুরা, মনিবালা ত্রিপুরা, পুতলি ত্রিপুরা, মহালক্ষী ত্রিপুরা ও জ্যোতি ত্রিপুরা।
সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো. হুমায়ুন রশীদ জানান, একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার বেগম যুথিকা সরকার, মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ আহতদের খোঁজ-খবর নিতে হাসপাতালে পরিদর্শন করেছেন।

আরও পড়ুন