খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশসহ আহত ৫

NewsDetails_01

খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটে।

NewsDetails_03

ঘটনায় আহতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. শাহীন ও ইসমাইল হোসেন, মাটিডাঙ্গা ভূমি অফিসের চেইনম্যান বরেন্দ্র ত্রিপুরা, তুলসি রানী দাশ ও শিশু পল্লব। আহতদের মধ্যে ইসমাইল ও বরেন্দ্র ত্রিপুরার অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজয় দিবসের অনুষ্ঠানে উড়ানোর জন্য সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভর্তি করার সময় বিস্ফোরণ ঘটে, এতে পাঁচজন আহত হয়েছে। তিনি আরো বলেন, আহতদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতাল নেওয়া হয়। পরে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন