খাগড়াছড়িতে কাউন্টার টেররিজম ইউনিটের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

NewsDetails_01

খাগড়াছড়িতে কাউন্টার টেররিজম ইউনিটের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে
পুলিশের অতিরিক্ত আইজি সিদ্দিকুর রহমান
খাগড়াছড়িতে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজমের কোর্সের মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরস্থ পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪১ প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পুলিশের অতিরিক্ত আইজি সিদ্দিকুর রহমান।
এসময় খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আরঙ্গজেব মাহবুব, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান, ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হ্লা চিং প্রু, প্রশিক্ষক সহকারী পুলিশ সুপার আফতাব উদ্দিন উপস্থিত ছিলেন।
বক্তারা, পুলিশের বিশেষ এই ইউনিট জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে অগ্রণী ভূমিকা রাখবে দাবি করেন। পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে প্রশিক্ষণ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান বক্তারা।

আরও পড়ুন