কৃষকরা এদেশের উন্নয়নের চালিকা শক্তি : মাটিরাঙ্গার ইউএনও মশিউর

NewsDetails_01

লাইসেন্সধারী কীটনাশক বিক্রেতাদের সাথে মত বিনিময় করছেন মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান
লাইসেন্সধারী কীটনাশক বিক্রেতাদের সাথে মত বিনিময় করছেন মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান
কৃষকদের নিকট সঠিক ঔষুধ বিক্রয়ের আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেছেন, কৃষকরা এদেশের উন্নয়নের মুল চালিকা শক্তি। আর তাই তাদেরকে কোন ধরনের ভুল কীটনাশক বা বালাইনাশক দেয়া যাবেনা। রোববার বিকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস হলরুমে মাটিরাঙ্গা উপজেলার লাইসেন্সধারী কীটনাশক বিক্রেতাদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন, জ্যোতি কিশোর বড়ুয়া, কীটনাশক বিক্রেতা মো. আবদুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন। বালাইনাশক দেয়ার সময় কৃষকরা যাতে সঠিক মাত্রায়, সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ওষুধ দিতে পারে তা ভালভাবে বুঝিয়ে দিতে ব্যবসায়ীদের অনুরোধ করেন।

NewsDetails_03

তিনি অনুমোদনহীন কিংবা মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ বিক্রয় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান। পিজিআর (Plant Growth Hormone) বিক্রয়ের ক্ষেত্রে সর্তক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, অধিক মুনাফার লোভে কৃষককে ভুল বুঝিয়ে ওষুধ গছিয়ে দিলে হবেনা বরং তাদেরকে সুপরামর্শ দিতে হবে।

এসময় তিনি বালাই চেনা ও সে অনুযায়ী ব্যবস্থাপত্র গ্রহণের ওয়েবসাইট ”কৃষকের জানালা” ব্যবহার করারও অনুরোধ জানান। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করার কথা জানান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন। মতবিনিময় সভায় উপজেলার ২৫জন কীটনাশক ব্যবসায়ী অংশগ্রহন করেন।

আরও পড়ুন