কুড়িগ্রামের হত্যাকান্ডের আসামী খাগড়াছড়িতে গ্রেফতার

NewsDetails_01

হত্যাকান্ডের মামলার আসামী দেবর মিজানুর রহমান লিটন
কুড়িগ্রামে পরকীয়া ও আর্থিক লেনদেনের জেরে হত্যাকান্ডের মামলার আসামী দেবর মিজানুর রহমান লিটনকে খাগড়াছড়িতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা সদরের দক্ষিণ মুসলিমপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রামের চিলমারি থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, কুঠিমারি এলাকার এয়াকুব আলীর ছেলে প্রবাসী বড় ভাই জিয়াউর রহমানের স্ত্রী হোসনে আরা’র(৩০) সাথে পরকিয়ার সর্ম্পক ছিল দেবর মিজানুর রহমান লিটনের। আর্থিক লেনদেন নিয়ে তাদের সর্ম্পকে বিরোধ হওয়ায় ২০১৬ সালের ২ মে বাড়ির কাছের নদীর পাড়ে ঘুরতে নিয়ে গিয়ে ভাবিকে শ্বাসরোধ করে হত্যা করে লিটন। ঘটনার পর থেকে লিটন পলাতক ছিল। মঙ্গলবার খাগড়াছড়ি সদর থানা পুলিশের সহায়তায় চিলমারি থানার উপ পরিদর্শক শরীফ উদ্দিন শেখ লিটনকে গ্রেফতার করে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, চিলমারি থানার তথ্যের ভিত্তিতে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় প্রেরণের ব্যবস্থা চলছে।

আরও পড়ুন