কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় এক দুর্ঘটনায় খাগড়াছড়ির জেলার রামগড়ের একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কুমিল্লার ময়নামতি থানার এসআই হানিফ বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি পাথরবাহী ট্রাক ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহী হলেন – খাগড়াছড়ির জেলার রামগড়ের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আজগর (২০)। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নামতি থানায় রাখা হয়েছে বলে জানান এসআই হানিফ।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB