আলুটিলায় অপরাধীদের দৌরাত্ম্য রোধে উদ্যোগ

NewsDetails_01

আলুটিলা বৌদ্ধ বিহার এলাকায় ফরেনার্স পুলিশ চেক পোস্ট উদ্বোধন
খাগড়াছড়ি জেলা শহরের প্রবেশ মুখ আলুটিলা এলাকায় ফরেনার্স পুলিশ চেক পোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ। রোববার বিকেলে মাটিরাঙা থানাধীন আলুটিলা বৌদ্ধ বিহার এলাকায় ফরেনার্স পুলিশ চেক পোস্ট উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
মাটিরাঙা থানার অফিসার ইন-চার্জ(ওসি) সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, খাগড়াছড়ি সদর সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল জিএম সোহাগ, মাটিরাঙা সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন তানজিম হুসাইন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা, মাটিরাঙা পৌরসভা মেয়র শামছুল হক, কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধি সুদর্শন দত্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এতোদিন আলুটিলার বিভিন্ন অংশে সন্ধ্যার পর চলাচলে ঝুঁকি ছিল। পুলিশ চেক পোস্ট স্থাপনের মাধ্যমে এই ভীতি দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, খাগড়াছড়িতে ফরেনার্সদের আগমনের তথ্য ও নিরাপত্তা প্রদানের পাশাপাশি খাগড়াছড়ির পর্যটন পয়েন্ট হিসেবে পরিচিত আলুটিলা এলাকায় পর্যটক ও অন্যান্য যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্নে করতে এই পুলিশ চেক পোস্ট কার্যকরী ভূমিকা রাখবে।
সুধী সমাবেশে আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে চেক পোস্টের উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় পুলিশের চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন