তথ্য আইনে সকলের তথ্য পাওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশিদা বেগম । বৃহস্পতিবার বিকালে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন কোনো কার্যালয়ে তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট তথ্য কর্মকর্তার কাছে লিখিত আবেদন করতে হবে । কমিশনার আরো বলেন, আইন অনুযায়ী ২০ কার্যদিবস, বিশেষ ক্ষেত্রে ৩০ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ আপনার তথ্য দিতে বাধ্য। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য দিতে অপারগ হলে তিনি আপনাকে ১০ দিনের মধ্যে লিখিতভাবে জানাবেন । স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের অখন্ডতার জন্য হুমকি রয়েছে এবং আদালতে চলমান কোন মামলা-মোকদ্দমার সম্পর্কে তথ্য চাওয়া যাবে না বলে মন্তব্য করেন তথ্য কমিশনার ।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB